আজকের যুব সমাজ যদি তাদের জীবন ও সমাজে পরিবর্তন আনতে চায় তাহলে তাদেরকে একতার গুরুত্ব অনুধাবণ করতে হবে। একতাবদ্ধ মানুষগুলো খুব সহজেই নিজেদের প্রয়োজনগুলো বন্ধু-বান্ধব, চারপাশের লোকজন এবং দলের লোকদের জানাতে পারে।
U-turn Club যুবক-যুবতীদের নিয়ে গঠিত একটি ফ্যান ক্লাব যারা নিজেদের জীবনে ও সমাজে পরিবর্তন দেখতে চায়। অনলাইন রেডিও জ্যোতি থেকে এর সৃ্ষ্টি এবং এটি স্বনির্ভর।
মূল্যবোধ ও মতামত বিনিময় এবং নিজেকে নৈতিক, আধ্যাত্মিক ও মানসিক দিক থেকে উন্নত করার জন্য U-turn Club একটি চমৎকার জায়গা
মাত্র ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেন করে আপনিও হতে পারেন সদস্য এবং উপভোগ করতে পারেন জীবন পরিবর্তনমূলক অভিজ্ঞতা।