আমরা কেন আমাদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেই?

বন্ধু, তুমি দেখছ স্বার্থ তোমার-

আমি দেখছি আমার,

দুজনের পথ এক হচ্ছেনা তাই,

দূরত্ব বাড়ছে অপার।

সম্ভাবনার সবটুকু আজ ঢেকেছে অসম্ভবে

মুক্তি মেলেনা অন্ধ জীবনে

স্বার্থের হিসেব কষে।

 

হায়রে জীবন, স্বার্থের হিসেব ছাড়া আজ একবারও আমরা বিশ্বস্ততার হাত বাড়াতে পারছিনা কারো দিকে! কাছে আসতে পারছিনা একবারও নিঃস্বার্থভাবে অসহায় নিপীড়িত মানুষের পাশে! স্বার্থ আমাদের বিভেদ তৈরী করছে সম্পর্কে, স্বার্থ আমাদের পরিবার ভাঙ্গছে, শ্রেণী বৈষম্যের দেয়াল তুলছে, সমাজ-সংসার ভাঙ্গছে। স্বার্থ আমাদের কে নিয়ে চলেছে ভুল গন্তব্যে। নিশ্চিত মৃত্যুর অ-নিশ্চিত গন্তব্যে।

কিন্তু কেন? কেন এই স্বার্থপরতা? “মানুষের আদি স্বভাব”! সত্যি কি তাই? আমাদের আদি স্বভাবের মধ্যেই কি লুকিয়ে রয়েছে স্বার্থপরতা?

মাবুদের পবিত্র কালাম কিতাবুল মোকাদ্দেসের “পয়দায়েশের ৩ অধ্যায়ে” মানুষের অবাধ্যতার কথা বলা হয়েছে। যেখানে শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে বিবি হাওয়া ও আদম (আঃ) লোভের বশবর্তী হয়ে সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল খেলেন।

তাদের ভাবনাতে ছিল ক্ষমতা আহরণের প্রত্যাশা, বাহ্যিক সুন্দরতা আর জ্ঞান লাভের কামনা। নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেই তারা দুজনে সৃষ্টিকর্তার অবাধ্য হলেন।

আর এই অবাধ্যতার কারণে পাপে পতিত হলেন তারা। আর সেই পাপের জ্বরাগ্রস্থতার আঁধারে এখনও ডুবে আছি আমরা। প্রতিদিন একটু একটু করে নিঃস্ব হচ্ছি। মাবুদের পবিত্র কালাম মনে পড়ছে, “তোমার ধন যেখানে, তোমার মনও সেখানে”।

প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের নিজেদের দিকে ফিরে দেখি, কি ধন আমরা সঞ্চয় করেছি আমাদের অন্তর ঘরে? অহংকার, মিথ্যাচার, লোভ, স্বার্থপরতা ছাড়া। কিন্তু কেন? জগতের আর কি এমন মহা মূল্যবান ধন-সম্পদ হাসিল করতে আজ আমরা এমন নির্মম স্বার্থপর হচ্ছি? আমাদের মনুষ্যত্ব, আদর্শ, বিবেক সব বিসর্জন দিচ্ছি? ভালবাসতে শিখুন, ভালবাসাতে শিখুন। ক্ষমা করে বুকে জড়িয়ে নিন, সত্যিকারের ক্ষমা আপনাকে মহৎ করে তুলবে। একসাথে স্বার্থপর এবং সুখী হওয়া যায়না। মন্দ মতবাদ, অলৌকিক ফতোয়ার দোহাই না দিয়ে মাবুদের পবিত্র কালাম অন্বেষণ করুন, মাবুদের সত্য কালাম এক মাত্র আমাদের ভাবনাকে পরিবর্তন করতে পারে। আমাদের দেখাতে পারে সত্যের পথ, সরল পথ। আমাদের অন্তর ঘরে এনে দিতে পারে শান্তি, এনে দিতে পারে মুক্তি, এনে দিতে পারে পরিত্রাণ। কিন্তু স্বার্থপরতা আমাদেরকে নিঃসঙ্গতার এক শূন্যতার পৃথিবীতে নিয়ে চলে, আমাদের কে নিঃস্ব করে দেই, ধ্বংস করে দেই অন্তরের শান্তি, আমরা পাপ করতে থাকি, আর পাপের করনে মৃত্যু হয় আমাদের আত্মিক জীবনের।

শেষ পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন। ভালো থাকুন সারা বেলা সারাক্ষণ। আপনার আত্মিক  ভাবনার কথা জানাতে ও জানতে লগ-অন করুন আমাদের পেইজে। কাছেই আছি সব সময়।

Rudra Polash
Follow me

You may also like...