আমরা কেন ইতিবাচক ভাবতে পারিনা?
না; আমি পারব না, আমার দ্বারা ওটা করা অসম্ভব। আমি কখনই ওটা করতে পারিনি, আমি জানিনা ওটা কেমন করে করতে হবে। আমার ভয় করে। আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার অনেক সমস্যা আছে।
এমন কথার সাথে আমরা পরিচিত না, এটা কিন্তু একে বারেই বলা যাবে না। আর যারা সাধারণত এই সব কথা বলে তাদের কে আমরা নেতিবাচক বলেই ধরে নেই এবং তাদের কে সাধারণত দ্বিধাগ্রস্ত বলে এড়িয়ে চলি।
তাই প্রশ্নটা খুব স্বাভাবিক যে কেন আমরা ইতিবাচক চিন্তা করতে পারিনা ?
পৃথিবীতে বৈদ্যুতিক আলোর আবিষ্কারক টমাস আলভা এডিশনের সেই গল্প আমরা সকলে জানি, স্থূল বুদ্ধির কারণে তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়, কিন্তু তার মা তাকে বোঝাতে সক্ষম হয়েছিল যে, তার এতো বুদ্ধি যে এই স্কুলে তাকে যথেষ্ট শিক্ষা দেবার ক্ষমতা রাখে না। পরবর্তীতে আমরা জানি, সভ্যতা এবং মানব জাতীর কল্যাণে এডিশন কি কি অবদান রেখেছিলেন।
বিষয়টা বলার কারণ হচ্ছে; এই নেতিবাচক কথার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত সেই ছোটবেলা থেকে, কোন না কোন ভাবে আমাদের শুনতে হয়েছে, ওকে দিয়ে হবে না, ও পারবে না, ওর মাথা ভরা গোবর, জীবনে ও কিছুই করতে পারবেনা, তো ছোট বেলা থেকেই যখন কাওকে এ ধরনের নেতিবাচক কথার মধ্যে দিয়ে যেতে হয়েছে-বড় হয়ে তার জন্য যে কোন বাধা মোকাবেলা করতে সমস্যা হবেই।
কিন্তু আমরা জানি, এক মাত্র ইতিবাচক চিন্তাই মানুষের জন্য সাফল্যের দরজা খুলে দিতে পারে, অতীতের মন্দ স্মৃতি ভুলে যেতে হবে, প্রতিদিনের চেষ্টা মানুষকে বিজয় এনে দিয়েছে। সাফল্যের চূড়াতে উঠতে হলে “পাছে লোকে কিছু বলে” এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের ভিতরের শক্তিকে ধারাল করতে হবে। সর্বদা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে; কেননা আমারা আমাদের ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনা করে থাকি তার থেকেও অনেক মহত অনেক বড় পরিকল্পনা তার কাছে রয়েছে। পরিশেষে হজরত দাউদ নবীর কথা বলতে হয়, যে কিনা ছিল রাখাল, মাঠে গবাদি পশু চরাত, কিন্তু পরবর্তীতে সৃষ্টি কর্তা তাকে অনেক বড় রাজা করে ছিলেন। আসুন আমরা নেতিবাচক চিন্তা ও নেতিবাচক কথা বলা পরিহার করি এবং অন্যকে গেঁথে তুলি সুন্দরে। দীর্ঘ দিনের জমে থাকা ভিতরের ভয়ংকর নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে এখুনি পদক্ষেপ নিতে হবে, মনে রাখতে হবে আমিও পারি এই ছোট্ট ভাবনা থেকেই শুরু হতে পারে বিজয়ের যাত্রা, খুলে যেতে পারে সাফল্যের দাড়।
যদি এই নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে কোন রকম সাহায্যের প্রয়োজন হয় তবে যোগাযোগ করুন অথবা লগ-অন করুন www.radiojyoti.com
- Why is so much moral degradation? - August 26, 2019
- কেন এত নৈতিকতার অবক্ষয়? - August 26, 2019
- Why do we prioritize our self-interest first? - July 11, 2018