কেন এই দ্বিধা-দন্দ্ব ?

একটি বাচ্চা মেয়ে তার শিক্ষককে জিগ্যেস করল, “টিচার আমি অনেক সময় দ্বিধা-দন্দ্বে ভুগি কোনটা করব কোনটা করবনা, অনেক সময় খারাপ কিছু করতে মন চায় আবার কখনও কখনও ভাল কাজ করতে মন চায়, এধরনের সমস্যা কেন হয়?” শিক্ষক তাকে বোঝানোর জন্য বললেন, “মনে কর, তোমার মধ্যে দুইটি কুকুর আছে, একটি ভাল, আরেকটি মন্দ। দুইটি কুকুর সব সময় যুদ্ধ করতে থাকে। একটি ভাল কাজের জন্য যুদ্ধ করে আরেকটি খারাপ কাজের জন্য করে। এখন বল, কোন কুকুরটি বেশি শক্তিশালি বলে তোমার মনে হয়?” অনেকক্ষন চিন্তা করে মেয়েটি বলল, “যে কুকুর টাকে বেশি খেতে দেব।“

এটাই আসলে মূল সত্য, আমরা আমাদের মধ্যে কোন শক্তিকে বৃদ্ধি করছি? এটা বিশেষ একটা প্রশ্ন যা আমাদের প্রত্যেকের তার নিজের কাছে করা উচিত। কেননা অন্তরে যা আমরা গ্রহন করি তাই কিন্তু আমাদেরকে পরিচালিত করে।

একটু ভেবে দেখুন আপনার একান্ত নিজেস্ব ভূবনে কোন দ্বিধা-দন্দ্বের দেয়াল তৈরী করেছেন, যা আপনাকে প্রতিদিন-প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে হতাশার আঁধারে?

Rudra Polash
Follow me

You may also like...