কোথায় চলেছ তুমি ?
মানুষ ছুটছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক মানুষ শুধু ছুটছে আর ছুটছে। ধুলো উড়া মেঠ পথ, গাঁও-গেরামের সীমা ছাড়িয়ে, সবুজ অরণ্য, নদী-নালা খাল-বিল ছাড়িয়ে মানুষ ছুটছে আর ছুটছে, যান্ত্রিক নগর, যান্ত্রিক জীবন,যান্ত্রিককোলাহল, যান্ত্রিক জ্যাম, অবিশ্বাসের খোলসে বিশ্বাস গুমরে কাঁদে, আতোতায়ী ভালোবাসার নীল দংশনে প্রতিদিন স্বপ্ন ভঙ্গ হয়।
জীবন তবু ছাড়ে না, অচীন টানে ছুটে চলে মানুষ, ঘরে ফেরা নেই- গন্তব্য জানা নেই, শুধু ছুটে চলা,শিকড়ে অসীম তৃষা।
আর কতটা পথ? আর কত দূর? কিছুই জানা নেই, কোথা থেকে এলে? ফিরে যাবে কোথায়? প্রশ্নগুলো খুব সহজ, উত্তরগুলো?
সুনীলদা বলেছিল, নানা বাড়ির মাঝি নাদের আলি তাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে, অথচ ৩৩ বছর চলে গেছে তার আর তিন প্রহরের বিল দেখা হয়ে ওঠেনি, এভাবেই সময় চলে যায়, আর আমরা ছুটতে ছুটতে শুধু ছুটে বেড়াই।
মাবুদ আল্লাহ একবার শয়তানকে বললেন “তুমি কোথা থেকে আসলে ?” জবাবে শয়তান মাবুদকে বলল, “দুনিয়ার মধ্য দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম।”
বন্ধু এবার একটু প্রশ্ন করি নিজেকে, কোথায় চলেছি?
কোথা থেকে এসেছিলাম ? যাব কোথায়? আমাকে যে স্রষ্টা সৃষ্টি করেছিলেন, আমাকে নিয়ে তাঁর কি পরিকল্পনা – আমি কি তা জানি?
কোথায় চলেছ তুমি, কোথায়??
- Why is so much moral degradation? - August 26, 2019
- কেন এত নৈতিকতার অবক্ষয়? - August 26, 2019
- Why do we prioritize our self-interest first? - July 11, 2018