তোমার ভিতরের শক্তিই কি তোমার আত্মবিশ্বাস?
উনবিংশ শতকে ইম্মানুয়েল নিনজার নামে এক জন কে জাল নোট তৈরীকারক সন্দেহে আটক করা হয়। পুলিশ তার চিলেকোঠায় তল্লাশি করতে গিয়ে দেখে সেখানে একটি পেইন্টিং স্টুডিও। পরে জানা যায় দীর্ঘ ১৪ বছর যাবত তিনি ২০ ও ৫০ ডলারের নোট এঁকে বাজারে চালাতেন । ১৮৯৬ সালে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। কষ্টের বিষয় হচ্ছে শুধু ডলারের নোট ছাড়াও তার অন্যান্য অনেক বৈধ পেইন্টিং ছিল যা পরবর্তীতে প্রতিটি গড়ে ২৫০০ ডলারে বিক্রি হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল, একটি ডলার আঁকতে তার যে সময় লাগত, ঠিক একই সময় লাগত একটি ছবি আঁকতে। তিনি কখনও খুঁজে দেখেন নি তার ভিতরে কি শক্তি লুকিয়ে আছে।
আমরা কি কখনও নিজের ভিতরের শক্তিকে খুঁজে দেখেছি? আমরা কি জানি আমাদের ভিতরে কি শক্তি লুকিয়ে আছে, আমরা কি জানি আমাদের ভিতরে কত বড় সম্ভাবনা রয়েছে ?
সাধারনত আমরা আমাদের ভিতরের শক্তিকে আছে তা আমরা মন্দভাবে ব্যবহার করি।
কিন্তু তা যদি আমরা ভাল কিছুর সাথে চর্চা করে সেই শক্তি আরও বৃদ্ধি করার চেষ্টা করতাম, তাহলে পৃথিবীতে আমরা আরও মহৎ কিছু করতে পারতাম।
আসুন নিজেকে প্রশ্ন করি, যে ভিতরের শক্তি আমাদের কে প্রতিদিন পরিচালিত করছে, তা কি সত্যি মহত্বের ? তা কি সত্যি কল্যনের ? তা কি সত্যি সত্য ও সুন্দরের?
- Why is so much moral degradation? - August 26, 2019
- কেন এত নৈতিকতার অবক্ষয়? - August 26, 2019
- Why do we prioritize our self-interest first? - July 11, 2018