যখন হেরে যাও তখন কি কর ?

আশরাফুল মাখলুকাত – মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সেই আদিকাল থেকে মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম সাধনা করে আজকের এই অবস্থানে আসতে হয়েছে। আর মানুষের এই দীর্ঘ পথ কখনই সমান অথবা সরল ছিল না। সারা জীবন মানুষ কে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রকৃতির বৈরিতা থেকে শুরু করে জীবন-জীবিকা, খাদ্য-বাসস্থান সব কিছুর জন্য মানুষ কে চরম মূল্য দিতে হয়েছে। আজও মানুষ ছুটছে, প্রতিদিন প্রতিনিয়ত ভাগ্য অন্বেষণে মানুষকে ছুটতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ভাবা যায়, মানুষ যদি তার ভাগ্য অন্বেষণের জন্য না ছুটত তাহলে আজ কি হত আমাদের অবস্থা? এক বার যদি তারা হেরে গিয়ে থেমে যেত তাহলে সভ্যতা আজ কোথায় যেত ?

আজও কিন্তু আমরা চলতি পথে কখনও কখনও হেরে যাই। আর সেই হেরে যাবার পরে আমাদের ভিতরে কি অবস্থা হয়ে থাকে? আমরা কিভাবে তা মেনে নেই?

আসলে কোন উন্নতির পূর্বশর্ত হচ্ছে প্রস্তুতি। বর্তমানের প্রস্তুতিই ভবিষত্যের সাফল্য। হেরে যাওয়া মানেই সব শেষ হতে পারে না। হেরে যাওয়া মানেই নত মুখ নয়। হেরে যাওয়া মানেই হতাশার চাদরে নিজেকে ঢেকে ফেলা নয়।

তাই এক বার ভেবে দেখুন, যখন আপনি হেরে যান তখন আপনি কি করেন?

 

Rudra Polash
Follow me

You may also like...