স্বপ্ন নাকি বিপন্ন ?

স্বপ্ন দেখাও-স্বপ্ন দেখাও

আজব কারিগর

সেই স্বপ্ন ভাঙ্গো তুমি

হইয়া দারুন ঝড়।

আমরা স্বপ্ন দেখি, আবার স্বপ্ন হারিয়ে ফেলি, কখনও স্বপ্নপোড়ায়, কখনও স্বপ্নউড়ায়।দুহাত ভরে রঙ্গের মেলায়, তবু পোড়া চোখ স্বপ্ন দেখে, তবুও পোড়া মন স্বপ্ন পোষে, অন্তর ঘরে স্বপ্নদেখার সাধ তবুও না ফুরায়। এভাবেই বেলা বয়ে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, স্বপ্ন সাজায়, স্বপ্ন সাজায়, অবশেষে স্বপ্নের রং রাঙ্গাতে রাঙ্গাতে এক সময় জীবনটা দেউলিয়া হয়ে হয়ে যায়। ছুটির ঘন্টা শোনা যায়, বহু দূর থেকে ভেসে আসে ছুটির ঘন্টার ধ্বনী, বলে আয় ফিরে আয়, ওই শীতল বট গাছটার নিচে-যেখানে নদী বয়ে যায় সেখানেই একটু বসি, নতুন করে মেতে উঠি আবার দুজন মিলে স্বপ্ন খেলায়, স্বপ্ন খেলায়।

আমার স্বপ্ন দেখার সাধ তবু মেটে না। মনে হয় এক জীবনে স্বপ্ন দেখার সাধ কারও মেটে না। স্বপ্নহীন জীবন মানেই মৃত্যু, স্বপ্নহীন জীবন মানেই সদিচ্ছায় মৃত্যৃর কাফেলায় যোগ দেয়া, মৃত্যুর মহড়ায় মাথা নত করে দঁড়িয়ে থাকা। আমি মৃত্যুকে ভীরুর মত আলিঙ্গন করতে চাইনা বরং মাথা উঁচুকরে বীর দর্পে এগিয়ে যেতে চাই। স্বপ্ন আমার-মুত্যু এসে সেলুট করে কুর্নিশ জানাবে।

বলছিলাম স্বপ্নের কথা, বলছিলাম স্বপ্নহীন জীবনের কথা। স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্ন আমাদের সচল রাখে, কিন্ত কোন সে স্বপ্ন? কেমন সেই স্বপ্নের রং?

চোখ বুঁজে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু রাত ফুরালেই সেই স্বপ্ন আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়। কখনও অস্থির মনের প্রকাশ পায় সেই স্বপ্নের মধ্য দিয়ে। যার স্থায়িত্ব স্বপ্ন সময়ের। ক্ষন-আয়ুতে জন্মে, যার রং গায়ে মাখা যায় না।

আর এক স্বপ্ন, যা আমরা জেগে জেগে দেখি, যে স্বপ্নের জাল আমরা দিনের পর দিন বুনে যাই মনের গহিন কোনে, যে স্বপ্নকে কখনও মৃত্যু এসে ছিনিয়ে নিতে পারেনা, যে স্বপ্নের রঙ্গে মেতে উঠবে সবাই। এসো সেই স্বপ্নের কথা বলি, এসো সেই স্বপ্ন সাজাই। আমাদের অগ্রজ যারা ছিলেন দেশের বীর সন্তান, যারা স্বপ্ন দেখেছিলেন বাঙ্গালীদের ভাষা বাংলা হবে, যারা স্বপ্ন দেখেছিলেন একদিন এ দেশ স্বাধীন হবে, যারা স্বপ্ন দেখেছিলেন এই দেশ স্বৈরাচার মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে, যারা নিজ বক্ষে আগলে রেখেছিল এই স্বপ্নকে, যারা দিনের পর দিন লালন-পালন করেছিল এই স্বপ্নকে এসো তাদের কথা বলি।

আজ কোন স্বপ্ন আমাদের তাড়িত করছে? কোন স্বপ্নে আমরা রয়েছি বিভোর?আমরা কি আজও ঘুমের স্বপ্নে বিভোর নাকি সময়কে বদলে দেবার স্বপ্ন দেখছি? স্বপ্ন আমাদের পরিকল্পনা করতে শেখায়, স্বপ্ন আমাদের ধৈর্য্য ধরতে শেখায়, স্বপ্ন আমাদের সাহসী হতে শেখায়। স্বপ্ন আমাদের জ্ঞান-বুদ্ধি-প্রজ্ঞাকে সচল রাখে, তাই স্বপ্নহোক মানুষ গড়ার, স্বপ্ন হোক দিন বদলের, স্বপ্ন হোক আশা-জাগানিয়া। মন্দ স্বপ্নেতে বিভোর হয়ে মন্দতাকে আলিঙ্গন করার মধ্যে কোন বাহবা নেই। মিথ্যে স্বপ্নের মরীচিকার পিছে না ছুটে নিজের মধ্যে আগামীর সুন্দর স্বপ্নের বীজ লালন করা উচিৎ। পৃথিবীতে কোন কিছু যদি দেখতে হয় তবে চোখ খোলা রেখেই দেখতে হবে, ঘুমিয়ে পড়লেতো আর কিছুই দেখা যায়না।তাই নিজেকে জাগিয়ে রাখার স্বপ্নে, অন্যকে জাগিয়ে তোলার স্বপ্নে, সমাজকে বদলে দেবার স্বপ্নে,এসো স্বপ্ন সাজাই।

Rudra Polash
Follow me

You may also like...