তোমার ভিতরের শক্তি
গল্পটা শুরু হয়েছিল এভাবে, একজন তরুন, স্কুলে সে ভালো বাস্কেটবল খেলত; কিন্তু সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তার সাথে অন্যান্য ছেলেরা বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল টিমে সুযোগ পেলেও তার সুযোগ হচ্ছিল না, কিন্তু এর পরেও সে হতাশ হয়নি কারন সে তার নিজের ভিতরের শক্তি জানত, সে কঠোর পরিশ্রম শুরু করে এবং পরবর্তীতে বাস্কেটবলের কিংবদন্তি হয়ে উঠে, তার নাম হচ্ছে মাইকেল জর্ডান, আর সবাই এখন বিশ্বাস করে যে তিনিই হচ্ছেন সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়।
আমাদের দেশের খারাপ অবস্থার একটা বড় কারন হচ্ছে ভুল নেতৃত্ব, নেতারা যদি তাদের ভিতরের শক্তিকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয়, তাহলে সে কিভাবে অন্যের জন্য তথা দেশের জন্য কাজ করবে? তাই এক জন নেতার প্রথম কাজ হচ্ছে তার ভিতরের শক্তি এবং গুনাবলি খুঁজে বের করা, যেন তার নিজের প্রতি একটা স্বচ্ছ ধারনা এবং আত্মবিশ্বাস জন্মে। আমাদের প্রত্যেকের দরকার তার ভিতরের শক্তি জানা। তাহলেই আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে ভালো কিছু করতে পারব।
- Why is so much moral degradation? - August 26, 2019
- কেন এত নৈতিকতার অবক্ষয়? - August 26, 2019
- Why do we prioritize our self-interest first? - July 11, 2018