শৃঙ্খলা

আমাদের মন একটি কম্পিউটারের মত। এতে বাইরে থেকে যা ঢোকানো যায় সেগুলোই পরবর্তীতে বের হয়ে আসে। অর্থাৎ যা ইনপুট হবে তাই আউটপুট পাওয়া যাবে। একজন নেতা তার মনে বা অন্তরে যা ধারন করে তা-ই তাকে চালিত করে। নিশু নামের একটি মেয়ে যার বয়স ১৪-১৫ বছর, খুব অস্থির প্রকৃতির। তার কিশোরী মনে অনেক প্রশ্ন। সব সময় তার মধ্যে দুইটি স্বত্তা কাজ করে। একই সাথে সে ভালো এবং মন্দ দুটি বিষয় দ্বারাই সে প্রভাবিত হয়, তার চলা ফেরা, সমস্ত কর্মকান্ড খুব চঞ্চলতা প্রকাশ পায়।নিশুর গৃহ শিক্ষক খুব ভালো একজন মানুষ। তিনি সব সময় নিশুর ভালো চান, নিশুকে সাহায্য করতে চান।

তাই আপনিও যদি ভবিষ্যতে ভাল কিছু করতে চান, তাহলে ভেবে দেখুন আপনি কি গ্রহন করছেন, কেননা আপনার ভালো কিছুর চর্চার মাধ্যমেই আপনি ভালো অবস্থানে যেতে পারবেন।

 

Follow me

You may also like...