Balance – জীবনের ভারসাম্য

পর্ব 02: নেতৃত্বের জন্য জীবনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ

একটি প্রাচীন প্রবাদ রয়েছে: যদি কুঠারের আগায় ধার কম থাকে তাহলে গায়ের জোর বেশি খাটাতে হয়, আজ আমাদের দেশের নেতৃত্বের ক্ষেত্রে ব্যাপারটির সত্যতা দেখা যায়। আমাদের দেশের নেতারা সাধারনত তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য বেশি জোর দিচ্ছে, যার কারনে নেতৃত্বের গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন নিয়মিত ভাল খাবার প্রয়োজন তেমনি ভিতরের গুনাবলীকে ঠিক রাখতে অথবা আমাদের নেতৃত্বের গুনকে আরও ধারাল করতে চরিত্র ও বুদ্ধিমত্ত্বা বৃদ্ধির জন্য নিয়মিত শিক্ষা গ্রহন করা প্রয়োজন।

আমরা নেতৃত্ব বিষয়ক একটি সাপ্তাহিক সেমিনারের আয়োজন করে থাকি। বিস্তারিত জানতে ক্লিক করুন :
রেডিও জ্যোতি : www.radiojyoti.com
ইমেইল: [email protected]

Rudra Polash
Follow me

You may also like...