গল্প: বিশ্ববিখ্যাত হেনরী ফোর্ডের উন্নতির রহস্য।

চাকরী জীবনে দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা পড়াশুনা শেষ করে চাকরী জীবন শুরু করতে যাচ্ছে। দক্ষতার অভাবেই তারা অনেকে চাকরী পাচ্ছে না। অথবা কেউ কেউ চাকরী যোগার করতে পারলেও দক্ষতার অভাবে পদোন্নতি নিয়ে লক্ষ্যে পৌছাতে পারছে না। বিশেষ করে বাংলাদেশে প্রতিযোগীতামূলক চাকরীর বাজারে এটা এখন একটা বড় সমস্যা। বিশ বছর আগে এদেশে শিক্ষিত লোকসংখ্যা অনুযায়ী চাকরী’র অনেক সুযোগ ছিল। কিন্তু বর্তমানে শিক্ষা’র হার বৃদ্ধি পাওয়ায় চাকরীর সুযোগ অপ্রতুল। সেক্ষেত্রে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তোলা খুবই প্রয়োজন। পৃথিবীতে অনেকেই তার কর্মদক্ষতা দিয়েই নিজেকে উন্নত করেছেন। রেখে গেছেন তার কোন সৃষ্টি অথবা কর্মদক্ষতা’র ফল। যা পরবর্তী প্রজন্মকে উন্নয়নের ধারায় এগিয়ে যেতে সাহায্য করছে। তেমনি একজন ব্যক্তিত্ব আমেরিকার বিশিষ্ট শিল্পপতি “হেনরী ফোর্ড”। যিনি বিশ্ববিখ্যাত গাড়ী উৎপাদনকারী হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত। শুনবো তার জীবন কাহিনী ও এই উন্নতি’র পিছনে রহস্য।

Download audio

Gilbart Sarkar

You may also like...