গল্প: শান্তি’র দূত নেলসন মেন্ডেলা।

পৃথিবীতে অনেক মানুষ অনেক ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছেন। অনেক অবদান রেখেছেন। যাদেরকে আমরা আজও শ্রদ্ধাভরে স্মরণ করে থাকি। শান্তি’র নেতৃত্ব দানকারী প্রয়াত নেলসন ম্যান্ডেলা’র কথা আমরা জানি। দক্ষিণ আফ্রিকার তৎকালিন বর্ণবাদী সরকার শ্বেতাঙ্গ ও কৃ্ষ্ণাঙ্গ বর্ণবৈষম্য সৃষ্টি করে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছিল। সাদা-কালো’র মধ্যে এই ভেদাভেদ কেড়ে নিয়েছিল বহু প্রাণ। ম্যান্ডেলা এই বর্ণবৈষম্যকে অস্বীকার করে শান্তি প্রতিষ্ঠা’র চেষ্টা করেছেন। ম্যান্ডেলার এ নেতৃত্বের মূল লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা। দেশের মধ্যে বিরাজমান বর্ণবৈষম্য দূর করে মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই তিনি কৃষ্ণাঙ্গদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তার নেতৃত্বে শ্বেতাঙ্গদেরকের ঘৃণা করার ইঙ্গিত ছিল না বরং সাম্যবাদের মনোভাব ছিল। তাই আজও তিনি গোটা আফ্রিকাবাসীর কাছে শান্তির দূত হিসাবে বেঁচে আছেন।

এরই আলোকে শুনবো নেলসন মেন্ডলা’র নেতৃত্বকালীন জীবনের কিছু কথা।

Download audio

You may also like...