গল্প: ৫২’র ভাষা আন্দোলন

বাংলা আমাদের মায়ের ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় কোনকিছু লিখি। বাংলা ভাষাতেই আমাদের অনুভূতি ব্যক্ত করি। আবার বাংলা ভাষাতেই আমরা বিভিন্ন উৎসব পালন করি। অথচ এই ভাষা ও সংস্কৃতি একসময় পাকিস্তানী পরাশক্তির হাতে বন্দী ছিল। তারা ধ্বংস করতে চেয়েছিল আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে। কিন্তু এদেশের প্রতিবাদী ছাত্রসমাজ অনেক সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে রক্ষা করেছিল এই ভাষাকে। আর সেই আত্মত্যাগের দিনটি ছিল ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারী। সারা বিশ্বে যে দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত। এরই আলোকে শুনবো ৫২কে ঘিরে ভাষা আন্দোলনের সেই কাহিনী।

 

Download audio

Gilbart Sarkar

You may also like...