নাটক: ঐক্যবদ্ধ নেতৃত্বের ফল।

একতা যে কোন সাফল্যের ভিত্তি। একতা দ্বারাই পৃথিবীতে অনেক বড় বড় কার্যক্রম সফল হয়েছে। আমাদের বাংলাদেশেও এমন অনেক সাফল্য রয়েছে, যা ছিল একতা’র নেতৃত্বে গাঁথা। আজও সেই সব গৌরবময় সাফল্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে। কিন্তু বর্তমানে আমাদের মধ্যে সেই একতা দেখা যায় না। পারস্পারিক সম্প্রীতি ও দেশপ্রেমের অভাব আমাদেরকে কলুষিত করছে। যা দেশ ও জাতির জন্য এখন একটা বড় সমস্যা। এক্ষেত্রে আমাদের মানসিকতাকে বদলাতে হবে। দেশ ও মানুষের জন্য একতাবদ্ধ হয়ে ভাল কাজ করতে হবে। যে কাজ একার পক্ষে সম্ভব নয়, সেখানে একতাবদ্ধ হয়েই কাজ করতে হবে। আবার এই কাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকেও একতার নীতি আদর্শে নেতৃত্ব দিতে হবে। উদাহরণ স্বরূপ বর্তমান সিঙ্গাপুর- সরকারের ঐক্যবদ্ধ নেতৃত্ব ও সম্মিলিত কার্যক্রমের দ্বারা অর্থনৈতিক উন্নতি লাভ করেছে। তদ্রুপ দক্ষিন আফ্রিকা- নেলসন মেন্ডেলা’র ঐক্যবদ্ধ নেতৃত্বের ফলেই বর্ণবৈষম্য দূর হয়ে মানুষে মানুষে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তাই একতাবদ্ধ মানসিকতা গড়ে তোলা প্রয়োজন। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে একজন লোকের যোগ্য নেতৃত্বে কিছু শ্রমিক একতাবদ্ধ হয়ে একটি ভারি কাজ করছে। একজন বিদেশিনী তা দেখে প্রশংসা করে বলেছেন, একতাবদ্ধ নেতৃত্বের দ্বারাই এটা সম্ভব।

Download audio

Gilbart Sarkar

You may also like...