নাটক: পথশিশুদের শিক্ষা।

স্বাস্থ্য রক্ষায় শিক্ষার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার দ্বারাই একজন মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা যায়। আমাদের আসেপাশে অনেক মানুষ রয়েছে যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। কারণ তাদের মধ্যে শিক্ষার অভাব। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক পথশিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। যার ফলে তারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কেও সচেতন নয়। এদেরকে শিক্ষার আলো দিতে দেশের ছাত্রসমাজ এগিয়ে আসাতে পারে। শিক্ষার মধ্যে দিয়েই তাদেরকে দিতে পারে উপযুক্ত খাদ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সম্যক ধারণা। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ তার পড়াশুনার অবসরে পথশিশুদের নিয়ে লেখাপড়া শেখায় এবং তার সহপাঠি বন্ধু সাইফুল ও অন্তরাকেও এই কাজে অনুপ্রাণিত করে।

 

Download audio

You may also like...