নাটক: মেয়াদ উত্তীর্ণ ম্যাংগো জুস।
খাদ্য আমাদের জীবনের অন্যতম মৌলিক উপাদান। কিন্তু এই খাদ্য যখন মেয়াদ উত্তীর্ণ হয়, তখন তা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তথাপি কেউ কেউ জেনে অথবা না জেনেই মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার বিক্রি করছে। ক্রেতারাও অনেকে না জেনে তা কিনছে। ফলে এ ধরণের খাবার খেয়ে বিভিন্ন রকম পেটের অসুখ দেখা দিচ্ছে। বিশেষ করে রাজধানী সহ অধিকাংশ শহরগুলিতে এর প্রচলন নিয়মিত চলছে যা বিভিন্নভাবে মানুষকে অসুস্থ করে তুলছে। অথচ মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় করা অন্যায়। আসুন এ বিষয়ের উপরে একটি নাটক উপভোগ করি, যেখানে কোন এক বিক্রেতা মেয়াদ উত্তীর্ণ ম্যাংগো জুস বিক্রয় করে হাতেনাতে ধরা পড়ে। জনগণ তাকে পুলিশে দিতে চাইলে সে ক্ষমা চায় এবং আর কখনো মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রয় করবে না বলে প্রতিজ্ঞা করে। আর এ প্রতারণা ধরা পড়েছিল ছোট্ট একটি ছেলের কাছে। যাকে তার বাবা জুসটি কিনে দিয়েছিল খাবার জন্য। উপস্থিত জনতা ছেলেটির সচেতনতা দেখে অবাক হয় এবং কামনা করে দেশের সমস্ত মানুষ যেন এভাবে সচেতন হয়।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016