মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব।
শিক্ষাজীবন সমাপ্তির পর অনেক শিক্ষার্থী ঢাকাতেই থেকে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, আরো অনেক অনেক পেশায় নিয়োজিত হয়ে, অথবা সরকারী/বেসরকারী ভাল কোনো চাকরী নিয়ে ঢাকাতেই জীবন-যাপন করে। আবার কেউ কেউ লেখাপড়া শেষ করে এভাবেই ভবিষ্যৎ পরিকল্পণা করে থাকে। কিন্তু ছাত্র-ছাত্রী হিসাবে প্রত্যেকেরই নিজ গ্রাম্য এলাকা, এলাকাবাসী অথবা জন্মস্থানের প্রতি একটা দায়িত্ব রয়েছে। শিক্ষা জীবনের এসব অর্জনকে সেখানে গিয়ে প্রয়োগ করলে, নিজে যেমন সুপ্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তেমনি এলাকাবাসীর সেবা করা সম্ভব। দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবার উপক্রম। এর কোনো কোনোটি চললেও উপযুক্ত ও দক্ষ লোকের অভাবে ফলপ্রসু হয়ে উঠছে না। বঞ্চিত হচ্ছে সেখানের জনসাধারণ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে। তাই আজ যারা শিক্ষার্থী, তাদের সবার শিক্ষিত হয়ে নিজ গ্রাম্য এলাকায় কিছু করার চিন্তা-ভাবনা রাখতে হবে, যা নিজ এলাকার উন্নয়নে সর্ব্বচ্চো ভূমিকা রাখতে পারে। মনে রাখতে হবে নিজ গ্রাম্য এলাকা’র জন্য কিছু করা আমাদের সামাজিক দায়িত্ব।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016