মন্তব্য: ভূমিকম্পের আগে ও পরে করণীয় পদক্ষেপ।

ভূমিকম্প একটি প্রাকৃতিক দূর্যোগ। যুগ যুগ ধরে বিশ্বে এর আগেও বহুবার ভূমিকম্প হয়েছে। অগণিত মানুষের মৃত্যু হয়েছে। এখনো ভূমিকম্প নামের এ প্রাকৃতিক দূযোর্গটি সবার কাছেই একটা আতঙ্কের বিষয়। বিশেষ করে জনবহুল ও বহুতলবিশিষ্ট দালান-কোঠায় সাজানো রাজধানী ঢাকা বর্তমানে বড় ধরণের ভূমিকম্পের ঝুকি’র সম্মুখীন। যদিও প্রাকৃতিক এ দুযোর্গকে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এর আগে বা পরে বেশ কিছু করণীয় পদক্ষেপ রয়েছে। যা পালনের মধ্যে দিয়ে প্রাণহানি’র হার কমিয়ে আনা যেতে পারে। কাজেই এ ব্যাপারে সচেতনতা, সতর্কতা এবং এর আগে-পরে করণীয় পদক্ষেপগুলি পালন করা খুবই প্রয়োজন। এ বিষয়ে শুনবো রাজধানীবাসী কয়েকজন মানুষের অভিমত। বিশেষ করে ভূমিকম্পের আগে ও পরে করণীয় পদক্ষেপগুলি সম্পর্কে তাদের নিজ নিজ ভূমিকা’র কথা। যা অন্যান্য সবাইকে উৎসাহিত করতে পারে।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016