মন্তব্য: মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনে বিখ্যাত সঙ্গীত শিল্পী ফকির আলমগীর কি বলেন?

বাংলা আমাদের মাতৃভাষা। ২১’শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষা প্রতিষ্ঠা’র চুড়ান্ত আন্দোলন সংঘটিত হয়। ১৪৪ ধারা উপেক্ষা করে ঢাকা’র রাজপথে ছাত্রদের মিছিল, পাকিস্তান সরকারের বর্বরচিত হামলা, অবশেষে বাঙ্গালী’র রক্ত ও প্রাণের বিনিময়ে যে ঐতিহাসিক ঘটনার উদ্ভব হয়, তারই চুড়ান্ত ফসল আমাদের অর্জিত মাতৃভাষা। আর এ মাতৃভাষা’র আন্দেলনই পরবর্তীতে বাঙ্গালী’র স্বাধিকার রক্ষা ও ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়েছিল। কিন্তু এ মাতৃভাষা’র সম্মান রক্ষার্থে আমাদের রয়েছে অনেক দায়িত্ব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপনই যথেষ্ট নয়। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে মাতৃভাষা বাংলাকে প্রাধান্য দিতে হবে। এর সঠিক ও শুদ্ধ ব্যবহার করতে হবে। তবেই মাতৃভাষা’র প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে। এ বিষয়ে শুনবো বাংলা একাডেমী আয়োজিত ২১’এর বই মেলায় উপস্থিত দেশ বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব ফকির আলমগীরের অভিমত।

download audio

You may also like...