সাক্ষাৎকার: নিজের জীবনকে নি:শেষ হতে দিও না ।

ধূমপান জীবনের জন্য ক্ষতিকর। তথাপি মানুষ ধূমপান করছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন ধূমপায়ী দেশের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও ধূমপায়ী’র সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। এর কারণ ধূমপান নিয়ন্ত্রণ আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। কাজেই এটা বাংলাদেশের জন্য এখন একটা বড় সমস্যা। যা ণিয়ন্ত্রন করা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে ধূমপায়ী ও উৎপাদনকারী উভয়ের জন্যই ধুমপান আইনের সঠিক প্রয়োগ, জরিমানা বৃদ্ধিসহ আইন লঙ্ঘনকারী’র বিরুদ্ধে কঠোর শাস্তি, এর উপরে ধার্যকৃত শুল্ককর বৃদ্ধি, এসব পদক্ষেপ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিতে পারেন। কিন্তু এটাই সমাধান নয়। ধুমপান নিজের জীবনকে কিভাবে নি:শেষ করছে; সেটা নিজেকেই বুঝতে হবে। বিশেষ করে ধূমপানে আসক্ত যুবসমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের পরামর্শ, নিজের জীবনকে নি:শেষ হতে দিও না। তাহলেই ভবিষ্যতে গড়ে উঠবে ধূমপানমুক্ত সুস্থ্যজীবনের বাংলাদেশ। এরই আলোকে শুনবো অভিজ্ঞ চিকিৎসক ড: অরুপ রতন চৌধুরী’র মতামত। শুনবো ধূমপাণের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার সম্পর্কে তার মূল্যবান কথা।

Download audio

You may also like...