সাক্ষাৎকার: পেশাজীবনের সাফল্যে কারিগরি দক্ষতা।
কারিগরি দক্ষতা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে শিক্ষা সমাপ্তির পরে কর্মজীবনে অভিজ্ঞতা ও দক্ষতা আবশ্যক। কারিগরি দক্ষতা দ্বারাই সে আবশ্যকতা অনেকাংশে পূরন করা সম্ভব। কিন্তু বর্তমানে পাঠ্যপূস্তক নির্ভর শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষাত্রীদের টানাপোড়া এবং প্রতিযোগীতামূলক ফলাফল অর্জনের প্রচেষ্টা কারিগরি শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করছে। যার ফলে কর্মজীবনে এসে তারা হতাশ হচ্ছে। স্বনির্ভর হতে পারছে না অনেকেই। এমনকি বিদেশে আমাদের জনশক্তি’র চাহিদা থাকলেও কারিগরি দক্ষতা’র অভাবে সে চাহিদা পূরণে আমরা ব্যর্থ। এটা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা। যা অতিক্রম করা খুবই প্রয়োজন। এ ক্ষেত্রে প্রথমেই আমাদের মানসিকতা বদলানো প্রয়োজন। কারিগরি শিক্ষা অবহেলিত বা অসম্মানজনক নয়। সাধারণ শিক্ষা’র সমমান ও নিজেকে দক্ষ যোগ্য কর্মজীবি হিসাবে গড়ে তোলার উপযুক্ত মাধ্যম। যা বদলে দিতে পারে কেরিয়ার। এনে দিতে পারে জীবনের সাফল্য। তাই পেশাজীবনের স্বপ্ন বাস্তবায়নে কারিগরি শিক্ষা অর্জন করতে হবে। এরই আলোকে শুনবো বিধান চন্দ্র সরকার এর মূল্যবান অভিমত। যিনি কারিগরি দক্ষতা নিয়ে মিডিয়া জগতে নিজেকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত করেছেন এবং বর্তমানে বাংলা ভিশন টিভি চ্যানেলের অনুষ্ঠান বিভাগে সিনিয়র ভিডিও এডিটর হিসাবে কাজ করছেন। শুনবো তার অভিজ্ঞতা’র কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016