সাক্ষাৎকার: বিদেশে’র পড়াশুনা থেকে শিক্ষা।

শিক্ষাই জাতি’র মেরুদন্ড। একথা মাথায় রেখে অনেকেই বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী। কিন্তু এর জন্য প্রাথমিক প্রস্তুতিতে রয়েছে বিভিন্ন ঘার্তি। শিক্ষার্থীদের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইচ্ছা, সামর্থ ও ভাল ফলাফল সত্বেও অনেকে বিদেশে উচ্চশিক্ষা’র সুযোগ হারাচ্ছে। কারণ উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলির লেখাপড়ার মান অনুযায়ী আমাদের লেখাপড়ার মান উন্নত নয়। সেক্ষেত্রে আমাদের লেখাপড়ার মান উন্নয়ন করা প্রয়োজন। তদুপরি বিদেশে পড়তে গেলে প্রয়োজনীয় কিছু কোর্স করতে হয়। যা আমাদের নিয়মিত পাঠ্যসূচীতে সংযোজন করা প্রয়োজন। এরই আলোকে শুনবো এস,এম,নাজিমউদ্দিন সান-এর অভিমত। যিনি বিদেশে পড়াশুনা শেষ করে বর্তমানে বাংলাদেশে চাকরীরত আছেন। শুনবো এসব বিষয় নিয়ে তার অভিজ্ঞতা’র কথা।

 

Download audio

Gilbart Sarkar

You may also like...