সাক্ষাৎকার: শব্দদূষণ জনস্বাস্থ্যের হুমকিস্বরূপ।
শব্দদূষন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ক্ষতিকর প্রভাব বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য একটি সুদূরপ্রসারী সমস্যা হয়ে দাড়িঁয়েছে। রাজধানীসহ দেশের অধিকাংশ শহরগুলি এখন শব্দদূষনের কবলে। বিশেষ করে গাড়ির হর্ণ ব্যবহারে যথোপযুক্ত ট্রাফিক আইন না থাকায় অধিকাংশ শহরে শব্দদূষন তীব্র হয়ে উঠেছে। এর ফলে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে জনগণ। বিভিন্নভাবে অসুস্থ্য হয়ে পড়ছে অনেকেই। এমনকি এর ধারাবাহিকতা কারো কারো জীবনে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। যা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা এবং এ সমস্যা অতিক্রম করা খুবই প্রয়োজন। এ ক্ষেত্রে শব্দদূষণ রোধে প্রণীত আইনকে প্রয়োজনে সংশোধন, পরিবর্ধন ও যথাযথভাবে পালন করা প্রয়োজন। বিশ্বের অন্যান্য শব্দদূষণমুক্ত দেশের আইন ও শাস্তি পর্যালোচনাপূর্বক আমাদের দেশেও এর কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। আর সেজন্য এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের যেমন কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তেমনি জনগণেরও অধিক সচেতন হওয়া দরকার। সেক্ষেত্রে গণমাধ্যম, পত্র-পত্রিকা, ও বিভিন্ন মিডিয়া কার্যক্রমের মধ্যে দিয়ে জণগনকে সচেতন করা যেতে পারে-শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য কতটা হুমকিস্বরূপ। শব্দদূষণ সবচেয়ে বেশী ক্ষতি করছে শ্রবণশক্তিতে, হার্টের রোগীদেরকে এবং গর্ভধারিনী মায়েদের ক্ষেত্রে। এসব বিষয় নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। শুনবো তাদের পৃথক পৃথক অভিমত ও পরামর্শের কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016