সাক্ষাৎকার: সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে একজন গাড়ী চালক কি বলেন।
সড়ক দূর্ঘটনা এখন আমাদের দেশে একটি নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে গড়ে ১০জন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া যায়। সড়ক দূর্ঘটনার এ ধারাবাহিকতা আজকের নয়, বহুবছর ধরে চলছে। তবে অতীতের তুলনায় বর্তমানে সড়ক দূর্ঘটনার বহুমুখী কারণ রয়েছে। যা সংশোধনপূর্বক নিয়ন্ত্রণ করতে না পারলে সড়ক দূর্ঘটনা আমাদের দেশের জন্য একটি মহামারী হয়ে দাঁড়াবে। মূলত সড়ক দূর্ঘটনা এড়াতে ট্রাফিক আইনের কোন বিকল্প নেই। যা মানতে হবে সবাইকে। সেক্ষেত্রে বিভিন্ন মিডিয়া, পত্র-পত্রিকা, পোস্টারিং অথবা সরাসরি গাড়ীচালক ও জনগণ উভয়কেই ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা প্রয়োজন এবং আইন অমান্যকারীকে আইনানুগ শাস্তি ও জরিমানা নিশ্চিত করা প্রয়োজন। সেক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব অনেক। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা, সময়সীমা ও সত্যতা যাচাইপূর্বক গাড়ী চালকদেরকে ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান ও তার প্রয়োগে বাধ্য করা প্রয়োজন। এরই আলোকে শুনবো একজন গাড়ী চালক হরষিৎ বাকচী’র সাক্ষাৎকার। শুনবো সড়ক দূর্ঘটনা’র কারণ ও প্রতিকার সম্পর্কে তার নিজস্ব অভিমত।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016