• Uncategorized

মন্তব্য: “কিভাবে বন্ধুত্ব নষ্ট হতে পারে ?’ -কয়েকজন ছাত্র-ছাত্রী’র মন্তব্য।

জীবনে চলার পথে বন্ধুত্ব একটি নির্ভরযোগ্য সম্পর্ক। যেখানে থাকবে না স্বার্থপরতা, অনৈতিকতা, সহিংসতা, অবিশ্বস্ততা, পারস্পারিক অনুভূতি’র অভাব। মানবীয় চরিত্রে এসব বিষয়গুলি থাকলে বন্ধুত্বের সম্পর্কে ফাঁটল ধরে। অনেক সময় বন্ধুত্ব বিনষ্ট হতে পারে। তাই বন্ধুত্বের মধ্যে থাকতে হবে সহানুভূতি, সততা, বিশ্বস্ততা, নি:স্বার্থতা, পারস্পারিক বোঝাপড়া, সহমর্মিতা, আনন্দ, নির্ভরযোগ্যতা ও পারস্পারিক অনুভূতি বিনিময়। যা বন্ধুত্বকে আরো মজবুত করে রাখে। এ বিষয় শুনবো কয়েজন ছাত্র-ছাত্রী বন্ধুর মন্তব্য। শুনবো কিভাবে বন্ধুত্ব বিনষ্ট হয় বলে তারা মনে করে এবং তাদের জীবনে বন্ধুত্বকে টিকিয়ে রাখতে তারা কি করছে।

download audio