অচেনা এই আমি
একটা অচেনা পথে, একটা অচেনা মানুষের সাথে হাঁটছে সবুজ। তার গন্তব্য কোথায় সে নিজেও জানে না। সবুজের পৃথিবীতে এখন তার প্রিয় মানুষগুলো কেউ নেই। সে হেঁটে হেঁটে এগিয়ে যায় এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারপর তার জীবনে আসতে থাকে অনেক নতুন নতুন মানুষ, অনেক নতুন পরিবর্তন। সে ডুবতে থাকে শীতের কুয়াশার মত সাদা ধোঁয়ার সাগরে, আর সেই সাথে শুনতে পায় দূর থেকে তার প্রিয় মানুষদের কদর্য চিৎকার।…শুধুমাত্র পারিবারিক কলহের কারনে অনেক তরুনই বিছিন্ন হয়ে যায় তার পরিবার থেকে। তারা তখন যে সব মানুষ বা বন্ধুদের সাথে সম্পর্ক গড়ে তোলে তা সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। তবে এই ক্ষেত্রগুলোতে ভুল সিদ্ধান্ত না নিয়ে কিভাবে এর সঠিক সমাধান বের করতে হবে অথবা প্রয়োজনে বাবা মাকে আরও সময় দিয়ে পারিবারিক কলহের সঠিক সমাধান খুঁজে বের করতে হবে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017