অন্তরের সৌন্দর্য
বেশির ভাগ সময়েই আমরা শারীরিক বা বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হই। আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেবার সময়ও আমরা একজন মানুষের অন্যান্য গুনাবলী বা বৈশিষ্ট্য না দেখে শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্য দেখেই অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন তা হতে পারে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, যার কারণে অনেক বিপর্যয় হয়তো নেমে আসে আমাদের জীবনে। তাই, শুধু বাহ্যিক সৌন্দর্য দিয়ে একজন মানুষকে বিচার না করেই, তার অন্তরের সৌন্দর্যের প্রতিও আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আর সেই বিষয় নিয়েই আমরা কথা বলেছি বেশ কিছু ক্যাম্পাস বন্ধুদের সাথে এবং জানতে চেষ্টা করেছি তাদের নিজস্ব অভিমতগুলো। এই অনুষ্ঠানটি তৈরী করতে সহযোগিতা করেছে রেডিও জ্যোতির U-Turn ক্লাবের সদস্য সঞ্জয়। বর্তমান সমাজের বিভিন্ন অব্যবস্থাপনা, অসঙ্গতি বা অনিয়মের বিপক্ষে যুব সমাজের ঘুরে দাঁড়ানোর জন্যই মূলত U-Turn ক্লাব এর সৃষ্টি। বর্তমান সমাজের সাথে মিশে না গিয়ে আমরা যেন একটি U-Turn নিতে পারি এটাই U-Turn ক্লাব এর লক্ষ্য।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017