অন্ধ মন
সৃষ্টিকর্তার এক অপূর্ব উপহার হচ্ছে আমাদের দু’চোখের দৃষ্টি। এই চোখ দিয়ে আমরা দেখতে পারি বলেই আমরা বুঝতে পারি পৃথিবীটা কত সুন্দর, বেঁচে থাকা কত সুন্দর। কিন্তু র্দুভাগ্যবশত অনেক মানুষই জন্ম থেকে অথবা এর পরে বিভিন্ন কারনে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আর এর পরে তাদের জীবনে নেমে আসে মারাত্নক বিপর্যয়। এই সময় তারা মনে প্রানে কামনা করে কেউ তাদের পাশে থাকুক যেন তারা যতটুকু পারে ভাল থাকতে পারে। কিন্তু অনেক সময়ই সেই অন্ধ মানুষদের জন্য আমাদের কোন ভাবনা থাকে না, থাকে না কোন সহানুভূতি।তখন হয়ত আমাদের বাহ্যিক দৃষ্টিশক্তি থাকলেও আমাদের মনটা অন্ধ হয়ে যায়। তাই খুলতে হবে মনের চোখ…ভালবাসার হাত বাড়িয়ে দিতে হবে সেই মানুষদের প্রতি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017