অন্য পৃথিবী, পর্ব-১
আমাদের চেনা জানা পৃথিবীটা মাঝে মাঝে আমাদের কাছে অচেনা হয়ে যায়। এমন অনেক সময় আমাদের জীবনে আসে যখন আমাদের চোখের সামনে আমরা যা দেখতে পাই, সেই ছবিগুলো হয়তো অন্য ধরনের গল্প বলে।তাকিয়ে দেখা আর খুঁজে দেখার মধ্যে অনেকটা পার্থক্য।এই গল্পের শুরুটা হয়েছে তুষারকে নিয়ে, যে তরুন মাথায় একটা গল্পের প্লট নিয়ে ছুটে গিয়েছিল দূরের একটা মফঃস্বল শহরে। হয়তো চিন্তা ছিল নতুন একটা গল্প লেখা কিন্তু কে জানতো তার জীবনে শুরু হতে যাচ্ছে অন্য এক রহস্যময় অধ্যায়, যা গল্প থেকেও বেশি রোমাঞ্চকর। তাহলে প্রিয় শ্রোতা সেই গল্পই শুনি অন্য পৃথিবীর ১ম পর্বে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017