অন্য পৃথিবী, পর্ব-২
একটা মানুষের অন্তরে যখনই লোভ-লালসা, ক্ষমতার প্রতি আকাঙ্খা জন্মে তখনই সেই মানুষটা বদলে যায়। তখন তার হৃদয়ে জ্বলে ওঠে প্রচন্ড ক্ষোভ আর যন্ত্রনার আগুন-সে দৌড়াতে থাকে অধ:পতনের শেষ সীমার দিকে।আর যে কথাটা চরম সত্য তা হল-লোভে পাপ আর পাপে মৃত্যু।এই মৃত্যু হয় তার আত্মিকতার। তখন ন্যায় অন্যায় বোধ, তার বিবেক,মানবিকতা সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে।কিন্তু একদিন সময় আসবে আমাদের অন্য পৃথিবীতে যাবার ।সেই সময় আমরা কিছুই নিয়ে যেতে পারবো না শুধু আমাদের ভাল কাজগুলো ছাড়া।তাই আমরা যে অবস্থানেই যত কষ্টের মধ্যে দিয়ে যাই না কেন আমাদের পথ যেন হয় আলোকিত। মন্দের কাছে হেরে যেও না বরং ভাল দিয়ে মন্দকে জয় করতে হবে প্রিয় শ্রোতা বন্ধু।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017