অমানুষ
কোন কোন সময় আমরা আমাদের চোখে যা দেখতে পাই বা যা শুনতে পাই তা সব সময় সত্যি নাও হতে পারে।অনেক সময়ই আমরা অনেক ঘটনার পিছনের গল্পটা খুঁজে দেখি না।“অমানুষ” তেমনই একটি গল্প।যেখানে মিথ্যা অপবাদ, নষ্ট চরিত্রের মেয়ে বলে মায়াকে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আসলেই কি মায়া অপরাধী? এই সমাজ খুব সহজেই তাদের পক্ষ নিয়ে কথা বলে, যাদের অর্থ, বিত্ত, প্রভাব অনেক বেশি।আর এই শ্রেনীভেদের যাতাকলে পিষ্ট হয়ে দরিদ্র মানুষগুলোর উপর অবিচার হয়ে থাকে অনেক বেশি। তাই আসুন, সত্যি কে সত্যি বলি আর মিথ্যাকে প্রশ্রয় না দিই। ধনী বা গরীব হিসেবে নয়-মানুষ কে সন্মান করতে হবে মানুষ হিসেবে।তাহলে হয়ত অমানুষ হিসেবে নয়, মানুষ হিসেবেই আমরা সবাই এই সুন্দর জীবন উপভোগ করতে পারবো।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017