আলোকিত মানুষের গল্প_কার্তিক পরামানিক

একজন সাদা মনের মানুষ। একজন আলোকিত মানুষ। সে গাছ লাগানোকে সন্তান জন্ম দেওয়া ও পালনের মত কর্তব্য মনে করে। সে তার গাছের যত্ন নেয়, তাদের গায়ে হাত বুলিয়ে আদর করে। গাছ নিয়ে অনেক স্বপ্ন তার। বার্ধক্য, দরিদ্রতা, গ্রামের মানুষের তাচ্ছিল্য- কোন কিছুই এই স্বপ্নবাজ মানুষটিকে আটকাতে পারেনি।

Download Audio

Follow me
Latest posts by Helen Sarker (see all)

You may also like...