সাক্ষাতকার : জীবনের জন্য গান নাকি গানের জন্য জীবন?
জীবন সব সময় একই গতিতে চলে না । কখনো দেখা যায় উত্থান আবার কখনো পতন। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে গান আমাদের সঙ্গে থাকে আমাদের প্রিয় বন্ধু হয়ে। এবং আমরা যদি আমাদের ইতিহাস এর দিকে দৃষ্টি দেই তাহলেও দেখা যাবে আমাদের ভাষা আন্দোলন , মুক্তিযুদ্ধের সময় গান আমাদের শক্তি যুগিয়েছে , প্রেরণা দিয়েছে। তাই সুন্দর কথার গান আমাদের জীবনে যে আনন্দ আর সাফল্য আনতে পারে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। জীবনের জন্য গান- নাকি গানের জন্য জীবন শুনবো এক ক্যাম্পাস বন্ধুর সাক্ষাতকার।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017