একজন দানবীর এর গল্প
রণদা প্রসাদ সাহা, যিনি একজন সাধারণ মানুষ থেকে হয়ে ওঠেন অসাধারণ একজন মানুষ।রণদা অভাবের তাড়নায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার চেয়ে খেয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে দিনমজুরের কাজ করেছেন।মাত্র ১৬ বছর বয়সে ভবিষ্যত গড়ায় আশায় পাড়ি জমান কলকাতায়। এত কিছুর পরও তিনি কিন্তু হতাশ হননি বরং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে গেছেন সামনের দিকে।তার জীবনের অর্জিতসব অর্থ দিয়ে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল।প্রতিষ্ঠা করেন ৭৫০ শয্যাবিশিষ্ট কুমুদিনী হাসপাতাল।প্রিয় শ্রোতা-প্রতিবন্ধকতা হয়তো আছে আপনার জীবনে কিন্তু সেই দিকে দৃষ্টি না রেখে লক্ষ্য রাখুন জীবনের সব ইতিবাচক দিকগুলোতে।একটা প্রশ্ন আপনার জন্য, জীবনের কঠিন সময়টাতে আপনি কার উপর নির্ভর করে সামনের পথে এগিয়ে যেতে চা্ন?
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017