কবিতা : ভালবাসতে হবে জীবনকে
কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে আমরা আমাদের জীবনকে অনেক ভালবাসার পরও অনেক সময়ই আত্নহত্যার মত একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের জীবনের কিছু সাময়িক সমস্যার জন্য আমরা আত্নহত্যার দিকে এগিয়ে যাই। কিন্তু বন্ধু আত্নহত্যা কি কোন সমস্যার সমাধান হতে পারে? পারে না- আর তাছাড়া যে জীবন আমরা সৃষ্টি করতে পারি না, তাকে ধ্বংস বা হত্যা করার ও কোন অধিকার আমাদের নেই। তাই আরো ভালবাসতে হবে নিজের জীবনকে, যেমনই প্রতিবন্ধকতা আসুক না কেন জীবনে নিতে হবে দৃঢ় পদক্ষেক। এরই আলোকে রয়েছে একটি কবিতা।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017