কষ্টি পাথর
সানাই বেজে চলছে।ফুলে ফুলে সেজে আছে পুরো বাড়ী। লাল,নীল আরো রং এর ছোট্ট ছোট্ট বাতিতে আলোকিত একটা স্বপ্নময় পরিবেশ। একটা ঘোর লাগা পরিবেশ, সব মানুষ ভীষন ব্যস্ত বর-বধূ বরণ করে নেওয়ার জন্য।এমন সময় একটা ফুলে সাজানো গাড়ী এসে থামে, গাড়ী থেকে নেমে আসে শেরওয়ানী পরা অত্যন্ত সুপুরুষ একজন মানুষ।এরপর সে হাত বাড়িয়ে দেয় গাড়ীর দিকে, সেই হাত ধরে বাইরে আসে টুকটুকে লাল বৌ। কিন্তু নতুন বৌকে দেখেই পুরো বাড়ী যেন নিস্তদ্ধ হয়ে যায়।কেন? জানতে হলে শুনতে হবে গল্পটি।তবে প্রিয় শ্রোতা একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে-যখন কোন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করে তখন তার পরিবর্তে আপনি কি করেন? পরিস্থিতি যেমন হোক না কেন- আমরা কি পারি না আমাদের ভালবাসা, সুন্দর মন দিয়ে মন্দকে জয় করতে ?
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017