গল্প : সুর আর শব্দর খেলা
আমাদের চারপাশের ছড়িয়ে আছে শব্দ আর সুরের খেলা। কিন্তু আমরা অনেক সময়ই ভাল করে লক্ষ্য করি না আমাদের চারপাশ আমাদের পরিবেশ। অথচ সময় চলে যায় খূব দ্রুত। আমরা বিভিন্ন কারনেই অনেক সময় তিক্ত বিরক্ত হয়ে যাই । নষ্ট করে ফেলি অনেক সুন্দর সম্পর্ককে। কিন্তু একটু খেয়াল করে দেখলে বোঝা যায় ছোট্ট ছোট্ট শব্দ আর সুর কত আশ্চর্য সুন্দর হতে পারে। পাখির কিচির মিচির শব্দ, ভোরের সূর্যের আলোকরশ্নি, স্নিগ্ধ বাতাস, পথিকের পথচলা, রাস্তার পাশের চায়ের দোকানের টুং টাং শব্দ সব কিছু মনে করিয়ে দেয় বেঁচে থাকা সত্যি আনন্দের, সত্যি সুন্দর। কিন্তু নিজের মধ্যে তৈরী করতে হবে সুর আর শব্দ খোঁজার তৃষনা।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017