গল্প হলেও সত্যি
কখনো কখনো আমরা খোলা চোখে অনেক ঘটনার সত্যিকারের কারন অনুসন্ধান করতে পারি না। যা বেশির ভাগ ঘটে থাকে যৌতুকের ক্ষেত্রে। যৌতুকের কারণে অনেক সময় কোন নারী মারা গেলেও পরিবার বা সমাজ তাকে নিছক র্দুঘটনা বা আত্নহত্যা বলে প্রচার করতেই বেশি পছন্দ করে। আবার অনেকেই মনে করে-যৌতুক শুধুমাত্র সমাজের নিম্ন আয়ের এবং মধ্য আয়ের মানুষের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সর্ব স্তরের মানুষের ক্ষেত্রেই যৌতুকের হিংস্র থাবা লক্ষ করা যায়। যৌতুক প্রথা নিরসনের জন্য বাংলাদেশে যৌতুক নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়েছে। এ আইনে যৌতুক প্রদানকারী এবং যৌতুক গ্রহণকারী, উভয়কেই শাস্তি দানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যৌতুক বন্ধ হয়নি। অভিশপ্ত নারী সমাজ যৌতুক থেকে নিস্কৃতি পায়নি। যৌতুক প্রথা দূর করার জন্য আমাদের সকলকে সচেতন করতে হবে। শিক্ষার মাধ্যমে শিক্ষিত করতে হবে, বিশেষ করে নারী সমাজকে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017