ঘরে ফেরা
প্রতিটা দিন তার কাটতো কষ্টে আর যন্ত্রনায়। সে মুক্তি পেতে চাইতো প্রতিদিন। তার অনেক দিনের পরিকল্পনার পর আজই সে পালাতে পারে অনেক চোখ ফাঁকি দিয়ে। সে জানে সামনের পথটা তার জন্য কষ্টকর। প্রিয় শ্রোতা, একটা মেযের গল্প বলছি, যাকে এক প্রভাবশালীর ছেলে জোড় করে তুলে নিয়ে বিয়ে করে। মেয়েটা মানিয়ে নিতে পারেনি সেই জীবনে। তাই ঘরে ফেরার স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, বেশিরভাগ সময়েই সেইসব মানুষদের জন্য আমাদের দৃষ্টিভংগি থাকে অনেক কঠোর অথবা র্নিদয়। খুব সহজেই আমরা তাদের মেনে নিতে পারি না। প্রিয় শ্রোতা আসুন, আমরা সুযোগ দেই আর একটিবার সেইসব লাঞ্চিত/বঞ্চিত মানুষদের, যারা শত কষ্ট আর প্রতিবন্ধকতা পেড়িয়ে আবার জীবনটাকে নতুন করে শুরু করতে চায়। আর আমাদের সৃষ্টিকর্তা চান যেন আমরা প্রত্যেকেই নতুন জীবন পাই, যেন আমরা একজনও অন্ধকারে হারিয়ে না যাই।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017