জীবনের ক্ষতগুলো

ফ্রেডরিক আলমান্দ্রা, বসবাস করেন ক্যালিফোর্নিয়ার লস্এঞ্জেলস-এ। মাত্র ১১ বছর বয়সে ফ্রেডরিকের জীবনে যা ঘটে যায় তা কোন ভাবেই কোন মুভির চেয়ে কম না। ৩৯ বার তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার চোখের সামনেই খুনী হত্যা করে তার মাকে। এরপর ও তিনি বেঁচে ওঠেন অলৌকিকভাবে এবং অসম্ভব মনে হলেও তিনি ক্ষমা করেন সেই খুনীকে। ব্যক্তি জীবনে তার একটি সুখী পরিবার আছে এবং তিনি একজন গর্বিত বাবা। তিনি কাজ করেন কিশোর-কিশোরীদের সাথে যারা কোন আটক কেন্দ্র অথবা পুর্নবাসন কেন্দ্র অবস্থান করছে। তিনি একজন অনুপ্রেরণার মানুষ হিসেবে তাদেরকে তার জীবনের অভিজ্ঞতার কথা বলেন, তাদের কে নতুন ভাবে জীবন তৈরী করতে সাহায্য করেন। এছাড়াও তিনি বিভিন্ন বয়সের হতাশাগ্রস্থ মানুষের মনে আশার আলো তৈরী করেন। তিনি মনে করেন প্রত্যেকের জীবন এর জন্য মহান সৃষ্টিকর্তার কোন মহান পরিকল্পনা আছে। কিন্তু দীর্ঘ এই পথে আসতে তাকে পার হতে হয়েছে অনেক প্রতিকূলতা। কেমন ছিল সেই অবস্থা? জানতে হলে শুনতে হবে ফ্রেডরিকের জীবনের গল্প।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017