ঝরা পাতা
সময় গড়িয়ে যায়-ট্রেনও একসময় থেমে যায়। যান্ত্রিক শব্দ আর কোলাহলের কারণে এক সময় মেয়েটি ঘুম ভরা চোখে খুঁজতে থাকে তার প্রিয় মানুষটির।না-কোথাও তো তাকে দেখা যাচ্ছে না, সহসাই মনে হয় তার মাথায় বাজ ভেঙে পড়লো। এ কি দেখছে সে? এই লোকটি কে? এত লোলুপ চোখে তার দিকে তাকিয়ে আছে? ভয়ে মেয়েটি নিজেকে গুটিয়ে নেয়-ভয়ার্ত চোখে, উদ্বিগ্ন কন্ঠে প্রশ্ন করে, আপনি কে?
এই প্রশ্নগুলো নিয়েই অনেক নারী হারিয়ে যায় বা বলতে গেলে পাচার হয়ে যায়।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় ১৫ হাজার মানুষ পাচার হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাদের হিসাব অনুযায়ী গত ১০ বছরে বাংলাদেশ থেকে তিন লাখের বেশি নারী ও শিশু পাচার হয়েছে ভারতে। এই গল্পটি তেমনই এক ঝরা পাতার গল্প।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017