নাটক : এ্যালকোহল কি মুক্তির পথ?
অতিমাত্রায় এলকোহল আসক্তি নিজের জীবনে যেমন ঝুকিঁপূর্ণ ও ধ্বংসাত্মক তেমনি কারো কারো পারিবারিক জীবনেও নেমে আসে অশান্তি। অথচ কর্মব্যস্ত জীবনের চিত্তবিনোদন অথবা চিত্তসাধনে এলকোহল কোন মাধ্যম হতে পারে না। এর আলোকে উপভোগ করবো একটি নাটক। যেখানে পারিবারিক অশান্তির বিষন্নতা কাটাতে এক ভদ্রলোক অতিমাত্রায় এলকোহল পান করে গাড়ী চালাতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হয়। হাসপাতালে চিকিতসাধীন থেকে সুস্থ্যতা লাভ করলে পরে তিনি বুঝতে পারেন- জীবনের জন্য এলকোহল কোন মাধ্যম হতে পারে না।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016