পথের গল্প “বর্ষাকাল”
চলছে বর্ষাকাল, তাই বৃষ্টি যেন আমাদের নিত্য সঙ্গী। আর এই বৃষ্টির মধ্যেই পথে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এক বন্ধুর দেখা। সে লেখাপড়া করছে ইডেন কলেজে। বিভিন্ন কথা প্রসঙ্গে ওর কাছে জানতে চাইলাম, রাস্তাঘাটে মেয়েদের কিকি সমস্যায় পড়তে হয়? আর এই প্রশ্নের উত্তর দিল সে তার নিজের মত করেই। যার সারাংশ হচ্ছে- যদি আমাদের নিজের মধ্যে সুন্দর একটি মন মানসিকতা না থাকে, যদি আমাদের মধ্যে মূল্যবোধের জাগরণ না তৈরী হয়, তাহলে রাস্তা-ঘাটে বিভিন্নভাবেই মেয়েরা বিভিন্ন সমস্যার শিকার হবে। তাই শ্রোতাবন্ধুদের কাছে আমাদের আহবান-আসুন এই বিষয়ে আরো সচতন হই, সব মানুষ সম-অধিকারে বেঁচে থাকি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017