পথ চলা
বিয়ে হচ্ছে দুটি মানুষের মধ্যে একটি সামাজিক এবং আধ্যাত্নিক বন্ধন।যা শুধু দুজন মানুষকেই না, বরং দুটি পরিবারের মধ্যে একটি বন্ধন তৈরী করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটি অন্য চিত্র। সারা বাংলাদেশে লিভ টুগেদারের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলছে। যার প্রভাব নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারে দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কলেজ, ইউনির্ভারসিটির ছাত্র-ছাত্রী এখন লিভটুগেদারের জড়িয়ে পড়ছে। এর কারনে বিরূপ প্রভাব পড়ছে আমাদের সমাজে।ঢাকায় লিভটুগেদার করছেন এমন কয়েকজনের সাথে আলাপ করে এ প্রবনতার কিছু কারণ জানা গেছে। তাদের মতে যেসব মেয়ে নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তারা এখনই বিয়ে করে ছেলে মেয়ের ভার নিতে চায় না।সংসারের ঘানি টানতে চায় না।এমন অনেক ছেলে আছে যারা ওইসব মেয়ের মত ধারনা পোষণ করে না। তারা কেবলমাত্র জৈবিক কারনে লিভ টুগেদার করছে।কিন্তু আমাদের মনে রাখা উচিত-একটি আদর্শ পরিবারই তৈরী করতে পারে একটি আদর্শ মানুষ।তা না হলে-এই সভ্যতা,প্রথা একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017