পাপ
একটা অদ্ভুদ সুর, এই সুরটা সে মাঝে মাঝে একাই শুনতে পায়। আর তখনই তার শরীর আর মনে ভর করে আনন্দ আর উত্তেজনা। সেই সাথে মনে হয় এক নাগ-নাগিন তার শরীরের মধ্যে দুলে দুলে নাচছে। আস্তে আস্তে তার শরীরে আসতে থাকে অনেক পরিবর্তন। চামরাগুলো হয়ে যেতে থাকে সাপের মত খসখসে। কি ভয়ানক একটা অবস্থার মধ্যে দিয়ে দিন যেতে থাকে। এরপরের ঘটনা জানতে হলে শুনতে হবে গল্পটি।
মানুষের অন্তরে লুকানো পাপ একটা সময় বের হয়ে আসে সাপের মত ভয়ঙ্কর হয়ে। তাই প্রতিনিয়ত আমাদের নিজেদের কাজের পরীক্ষা করে দেখতে হবে। আমাদের মনের মধ্যে এমন কোন কিছু বাস করছে নাতো যা আমাদের দিয়ে মন্দ কিছু করাতে উৎসাহিত করছে? প্রিয় শ্রোতা-নিজেকে আলোর সামনে তুলে ধরুন। আসুন-আমরা মন্দের কাছে হেরে না গিয়ে আমাদের ভাল কাজ দিয়ে মন্দতাকে জয় করি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017