বন্ধুর পথ
তিনি একজন মাটি কাটার শ্রমিক।তিনি মাটিতে কোপ দিচ্ছেন গায়ের সমস্ত শক্তি দিয়ে, তার গভীর নি:শ্বাস এর মত গভীর ক্ষত হচ্ছে মাটির বুকে।এই সমাজ তাকে এবং তার কাজকে যতই ছোট মনে করুক না কেন, তাতে তার কিচ্ছু যায় আসে না।তিনি বিশ্বাস করেন পরিশ্রমে। খুব অল্প বয়সে তিনি হারিয়েছেন তার স্বামীকে।কিন্তু হারিয়ে যেতে দেননি তার পাহাড় সমান উচুঁ স্বপ্নকে।মানুষের অবহেলা,বিভিন্ন প্রতিবন্ধকতা কোন কিছুই তার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।তিনি চেয়েছিলেন তার ছেলেকে ডাক্তার বানাতে।সবাই বলেছিল তা অসম্ভব কিন্তু তিনি প্রমান করেছেন মাটি কেটেও ছেলেকে ডাক্তার বানানো সম্ভব। প্রিয় শ্রোতা- বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের কাছে অনেক কিছু থাকা স্বত্বেও আমরা আমাদের জীবনের মসৃন পথে হাটতে পারি না। সেইক্ষেত্রে একজন মাটি কাটার শ্রমিক একটা কষ্টকর বন্ধুর পথে হেটে দেখিয়েছে-একজন মানুষ যদি তার কাজের প্রতি নিষ্ঠা রেখে তার স্বপ্নের পথে ছুটতে পারে তাহলে কোন কিছুই অসম্ভব নয়।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017