বাক্সবন্দী স্বপ্ন

আমাদের জীবনে অনেক স্বপ্ন লুকিয়ে থাকে বাক্সবন্দী হয়ে।কখনো কখনো সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে চায়। কিন্তু দ্বিধা, ভয় আরও বিভিন্ন কারনে অনেক সময় আমরা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি।তবে যারা ঝুঁকি নিতে ভয় পায় না তারা তাদের মনের গহীনে থাকা স্বপ্ন পূরনের পথে এগিয়ে যায়।যেমনটা হয়েছিল মোবারক হোসেনের জীবনে।যার কর্ম-কান্ডের জন্য লোকে তাকে পাগল বলত। কিন্তু সেই মানুষটি বদলে দিয়েছেন অনেক শিশুর জীবন। তাদের তিনি অক্ষরজ্ঞান দিয়েছেন, আর পেয়েছেন অগণিত মানুষের ভালবাসা। ভালবেসে তার গ্রামের মানুষ তার নাম দিয়েছেন চকলেট স্যার। প্রিয় শ্রোতা- যদি তোমার মনের মধ্যে এমন কোন স্বপ্ন লুকিয়ে থাকে আর সেই স্বপ্ন তোমার জীবনের গতিপথকে বদলে দিতে পারে তাহলে নিজেকে কোনরকম বন্দী জীবনে আটকে রেখ না।ঝুঁকি তো একটু নিতেই হবে, নতুবা দিন বদলাবে কিভাবে?

Download Audio

Helen Sarker
Follow me
Latest posts by Helen Sarker (see all)

You may also like...