ভুলেও ভুল করো না!
হঠাৎ করেই মেয়েটার চারপাশের সবাই তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। সে বুঝতে পারে না তার কারণ টা কি? তার আপন মানুষেরা খুব দ্রুত বদলে যেতে থাকে, রাতারাতি সে হয়ে যায় দূরের কোন মানুষ। দিন শেষে ঘরে ফিরে সে তার ফেইসবুকে বসেই পাথরের মত জমে যায়। এক অপ্রিয় কঠিন সত্যের সামনে তাকে দাঁড়াতে হয়। কি সেই সত্য যার জন্য সবাই তাকে ঘৃনা আর অপমান করে? জানতে হলে গল্পটি অবশ্যই শুনতে হবে। প্রিয় শ্রোতা- কিছু ভুলের কোন মাসুল দেওয়া যায় না। এই আধুনিক সময়ে আমরা চাইলেই দূরের অদেখা কোন মানুষকে এক নিমিষেই বন্ধু করে ফেলতে পারি। তাদের কাছে আমাদের অনেক গোপন তথ্য বা ছবি ও দিয়ে দেই। নয়তো বা তাকে ভালবাসি নিজেদের উজাড় করে। তারাই প্রয়োজন ফুরালে স্বার্থ মিটলে চলে যেতে পিছুপা করে না। এই সব মানুষদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। ভুলেও এমন কোন ভুল করা যাবে না –যার কারণে এই জীবনটাই অর্থহীন হয়ে যায়। অনেক শুভ কামনা রইল আপনাদের জন্য।
Download Audio
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017