মরীচিকা

দিনের পর দিন ছেলেটি মার খেতে খেতে একটা বিষয় বুঝতে শেখে, ন্যায়-নীতি বা সততার মূল্য সব জায়গায় পাওয়া যায় না। তখন ধীরে ধীরে তার অন্তরে বাসা বাঁধে লোভ। সেই লোভ তাকে নিয়ে যায় অন্য এক পৃথিবীতে। যেখানে ক্ষমতা, অর্থ, বিলাশীতা সব কিছুই পাওয়া যায়। সে দেখতে পায় একটা সুন্দর সাজানো জীবন কিন্তু আসলেই কি তাই? সে বুঝতেও পারে না এই সুন্দর আসলে একটা মরীচিকা, যার স্থায়ীত্ব ক্ষনিকের। ছেলেটা হারাতে থাকে তার মূল্যবান স্বত্বা। তারপর একদিন সে ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড়ায় ।
প্রিয় শ্রোতা যখন আপনি কোন কঠিন পরিস্থিতিতে থাকেন তখন আপনি কি করেন? আপনিও কি লোভের মোহে সব কিছু বিসর্জন দেন নাকি নিজেকে দমন করেন সমস্ত মন্দতা থেকে?আসলে কি জানেন-মরীচিকা যত সুন্দর হোক না কেন তা আপনার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। ভাল থাকুন সেই শুভ প্রত্যাশা রইল আপনার জন্য।
Download Audio
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017